রোববার (২৫ আগস্ট) রাতে ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ আগস্ট টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজার আড়তে ডিম বিক্রি করে বাড়ি ফেরার পথে ফুলবাড়িয়া সড়কে ২ লাখ ৮০ হাজার টাকা হারিয়ে ফেলেন রাঙামাটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সিরাজুল ইসলাম। হারানোর পর তিনি এলাকার বিভিন্ন লোকজনের সঙ্গে যোগাযোগ করেও টাকার কোনো খোঁজ পাননি। একপর্যায়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যান।
অন্যদিকে, সেদিনই গারোবাজার এলাকার ভ্যানচালক আব্দুল খালেক সড়কের পাশে পড়ে থাকা টাকাগুলো কুড়িয়ে পান। কিন্তু টাকার মালিকের খোঁজ না পাওয়ায় তিনি সেগুলো নিজের কাছে গচ্ছিত রাখেন এবং অপেক্ষায় থাকেন সঠিক মালিকের সন্ধানের।
পরে লোকমুখে ইউপি সদস্য সিরাজুল ইসলামের নাম জানতে পারেন খালেক। নিশ্চিত হয়ে ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রোববার রাতে তার বাড়িতে গিয়ে টাকাগুলো হস্তান্তর করেন।
অবশেষে হারানো টাকা ফিরে পেয়ে খুশিতে আবেগাপ্লুত হয়ে পড়েন সিরাজুল ইসলাম। তিনি বলেন, টাকাগুলো পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। ভ্যানওয়ালা খুঁজে বের করে আমাকে বাড়িতে এসে টাকা দিয়ে গেছেন। আমি তার প্রতি কৃতজ্ঞ।
ভ্যানচালক আব্দুল খালেক বলেন, টাকার প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে পেরে খুব ভালো লাগছে। এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না।
এসময় খুশি হয়ে ইউপি সদস্য সিরাজুল ইসলাম তাকে পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকা দেন।
রাঙামাটিয়া গ্রামের বাসিন্দা মোনায়েম বিল্লাহ বলেন, এখনো ভালো মানুষ সমাজে আছে বলেই এমনটা হয়েছে। ভ্যানচালক খালেক সত্যিই মহত্বের পরিচয় দিয়েছেন।