মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৩নং কুশমাইল ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যার পরে ইউনিয়নের বদর উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব প্রত্যাশীদের মিছিলে পরিপূর্ণ হয় সম্মেলন স্থল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফি এবং সম্মেলন পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কুদরত ই কামাল উজ্জ্বল।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দক্ষিন জেলার যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আহসান হাবীব শাহীন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম মিয়া, সদস্য সচিব আলাল আহমেদ, ছাত্রদলের সদস্য সচিব আলামিন সাদাত। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন রিপন, যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম, সেলিম মিয়া, ইমতিয়াজ আহমেদ বুলবুল, বাকি বিল্লাহ, আসাদুজ্জামান জুয়েল, আশরাফুল ইসলাম, জিয়াউল হুদা উজ্জ্বল, আব্দুল্লাহ আল মতি, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মল্লিক সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।