১৪ অক্টোবর, ২০২৫ ২১:৫৮ পি এম
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি :
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ফুলবাড়ীয়া আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ফুলবাড়ীয়া পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে ৩নং ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে আমতলা মোড় হতে, মুক্তাগাছা সিএনজি স্টেশন মোড়, পাইলট স্কুল রোড ও ফুলবাড়ীয়া চত্বর সহ আশেপাশের অঞ্চলের দোকান ব্যবসায়ী ও পথচারীদের সাথে গণসংযোগ করেন তিনি। এসময় কামরুল হাসান মিলন বাজারের ব্যবসায়ী ও পথচারীদের সাথে সালাম ও কুশল বিনিময় করেন।
পরে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এখন মানুষ পরিবর্তন প্রত্যাশা করছে। যার মাধ্যমে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে। মানুষ চায় দুর্নীতি মুক্ত একটি দেশ। তিনি বলেন, দায়িত্ব পেলে শাসক না হয়ে সেবক হয়ে ভূমিকা রাখা হবে। এসময় তিনি প্রত্যাশা করেন আগামীতে বিপুল ভোটে ফুলবাড়ীয়ার জনগণ দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক, কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ খান সহ ফুলবাড়ীয়া পৌর জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।