১২ অক্টোবর, ২০২৫ ০০:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচার করে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানায় আলোচনা সভা করেছে বিএনপি ও সহযোগী সংগঠন।
শনিবার (১১ অক্টোবর) রাতে ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে দাওশা দরগাবাড়ী হিলফুল ফুজুল দাখিল মাদরাসা প্রাঙ্গনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুটিজানা ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক। বক্তব্যে তিনি বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মানে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। এসময় তিনি ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুকের পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে ধানের শীষে ভোট প্রার্থনার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
ইউনিয়ন বিএনপি নেতা গোলাম মোস্তফা মাস্টারের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য শামসুর রহমান সুমন, বিএনপি নেতা খন্দকার ডাঃ আনিসুর রহমান, শামসুর রহমান শামীম, ডাঃ জাকির হোসেন, রফিকুল ইসলাম, খলিল তরফদার, কামরুল ইসলাম তরফদার, রফিকুল ইসলাম রফিক, নজরুল ইসলাম, আসাদুজ্জামান ও কৃষক দল নেতা মোহাম্মদ আরিফ রাব্বানী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিএনপি নেতা মনিরুজ্জামান মনির।