৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:৫৫ পি এম
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনের পুটিজানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন ফুলবাড়ীয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির জেলা শাখার নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন।
বুধবার দিনব্যাপী পুটিজানা ইউনিয়নের সরাতিয়া, বেড়িবাড়ী, বৈলাজান, পাটুলী ও গাড়াজান সহ আশেপাশের গ্রাম এবং বাজারে তৃণমূল সাধারণ ভোটারদের সাথে গণসংযোগ করেন তিনি। পাশাপাশি অত্র এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন অধ্যক্ষ কামরুল হাসান মিলন। এসময় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন।
এলাকায় ভোটারদের সাথে গণসংযোগকালে অধ্যক্ষ মিলন তাদের সাথে কুশল এবং সালাম বিনিময় করে এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের সমান অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর আন্দোলন সংগ্রামের কথা ভোটারদের সামনে তুলে ধরেন। বলেন, জনগণের আশা তৈরী হয়েছে আগামীর বাংলাদেশ হবে সাম্য, মর্যাদা, ইনসাফ ও মানবিক বাংলাদেশ।
সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় শাসক না হয়ে জনগণের সেবক হয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করে কামরুল হাসান মিলন ইনসাফ ও ন্যায়ের পক্ষে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে পুটিজানা ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।