১০ ডিসেম্বর, ২০২৫ ২০:০০ পি এম
আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে গণমিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ফুলবাড়ীয়া কলেজ মাঠে এ উপলক্ষে গণজমায়েত করে দলটির বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী এবং সমর্থকবৃন্দরা।
পরে একটি মিছিল বেক হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভালুকজান এসে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ফুলবাড়ীয়া আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা খুব উচ্ছসিত। তারা বলছেন, ২৪ পরবর্তী বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে জামায়াতের নেতৃত্বের প্রতি মানুষ আস্থাশীল। তাই আগামী নির্বাচনে সারাদেশের ধারাবাহিকতায় এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে সংসদে যাওয়ার মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ।
গণজমায়াতে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, বিগত ৫৪ বছর ধরে দেশের মানুষের অধিকার ও স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলেছে ক্ষমতায় যাওয়া সকল রাজনৈতিক দলগুলো। এবার মানুষ জেগে উঠেছে। তারা তাদের অধিকারের ব্যাপারে সতর্ক। জনগণ আর প্রতারিত হতে চায়না। আগামীর শান্তিময় বাংলার মানুষের অধিকার নিশ্চিত করবে জামায়াতে ইসলামী। এসময় তিনি ফুলবাড়ীয়াকে আধুনিক সমৃদ্ধ ও মানবিক উপজেলা হিসেবে সুষম উন্নয়নের আওতায় আনতে দলমত নির্বিশেষে দাঁড়িপাল্লা অথবা ৮ দলের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, উপজেলা আমীর ফজলুল হক শামীম, সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক, নায়েবে আমীর গোলাম মোস্তফা, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আলাউদ্দিন, সূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ, জামায়াত নেতা মোহাম্মদ শাহজাহান সহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির সহ দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।