২৪ ডিসেম্বর, ২০২৫ ১২:৩৪ পি এম
মুরাদ হাসান : মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে পুটিজানা ইউনিয়নের বৈলাজান দক্ষিণপাড়া তরুণ যুব উন্নয়ন স্পোর্টিং ক্লাবের আয়োজনে তেমুনা মোড়ে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুলবাড়ীয়া সাব রেজিস্ট্রার অফিসের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূর নবী হোসেন।
এতে উৎসবমুখর পরিবেশে ফুটবল, রশি টানাটানি, কলাগাছে উঠা ও পাতিল ভাঙা সহ বিভিন্ন গ্রামীণ খেলায় অংশ গ্রহণ করেন খেলোয়াড়েরা। খেলা দেখতে বিপুলসংখ্যক দর্শনার্থীরা উপস্থিত হন।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ নূর নবী হোসেন দর্শকদের সুশৃংখলভাবে খেলা উপভোগ করার জন্য ধন্যবাদ জানিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান। বলেন, খেলাধুলা সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ভূমিকা রাখে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেটের গণপূর্ত অধিদপ্তরের উপ বিভাগীয় প্রকৌশলী মুহাম্মদ আশরাফ হোসেন দুলাল।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক মাখন, গাড়াজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ রফিকুল ইসলাম সুরুজ, পলাশীহাটা ইসলামিয়া দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মুহাম্মদ আব্দুল কুদ্দুস, সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন বাবলু সহ অন্যান্য অতিথিবৃন্দরা।
পরে রশিটান খেলায় বিজয়ী দলকে একটি খাশি ও বিভিন্ন খেলায় খেলায় বিজয়ীদের পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দরা।
খেলা পরিচালনা করেন সমাজসেবক গোলাম মোস্তফা খান ও অনুষ্ঠান সঞ্চালনা করেন শিবগঞ্জ বাজারের ব্যবসায়ী কামরুল ইসলাম তরফদার। খেলার সার্বিক তত্বাবধানে ছিলেন, ময়মনসিংহ জর্জ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী এএসএম রিয়াদ হোসেন লোমন।