২৫ ডিসেম্বর, ২০২৫ ১৯:১৫ পি এম
মুরাদ হাসান : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ধামর প্রিমিয়ার লীগ ডিপিএল ক্রিকেট সিজন ফাইভ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার ধামর উচ্চ বিদ্যালয় মাঠে ধামর যুব স্পোর্টিং ক্লাবের আয়োজনে খেলায় অংশগ্রহণ করে এম.কে টাইগার্স এবং সুপ্রিম কিংস ক্রিকেট।
আয়োজকরা বলছে, তরুণ ও যুব সমাজকে মাদক ও অন্যায় থেকে বিরত রাখতে এবং তাদেরকে প্রতিযোগিতা মূলক ভাবে গঠন করতে ধামর যুব স্পোর্টিং ক্লাবের এ আয়োজন। এর মাধ্যমে খেলাধুলায় দক্ষতা অর্জন করে খেলোয়াড়েরা পরবর্তীতে উন্নত পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন তারা।
উল্লেখ্য, ডিপিএল এর সিজন ফাইভে ৪ টি দল অংশগ্রহণ করেছে। দল গুলো হলো, দ্যা ধামর ডমিনেটর্স, স্ট্রম রাইডার্স, এমকে টাইগার্স ও সুপ্রিম কিংস। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ৮ হাজার টাকা ও রানার্সআপ দলকে ৫ হাজার টাকা প্রাইজমানি পুরস্কার প্রদান করবে ধামর যুব স্পোর্টিং ক্লাব।