মোবারক হোসাইন : ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন নির্বাচনী তফসিল ঘোষণার পর আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে পোস্টার ছিঁড়ে ফেলেছেন এবং বিলবোর্ড নামিয়ে ফেলার কার্যক্রম শুরু করেছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বালিয়ান ইউনিয়নের বিভিন্ন স্থানে লাগানো পোস্টার, ফেস্টুন ও অন্যান্য প্রচার সামগ্রী সরিয়ে ফেলেন তিনি।
অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর আইন অনুযায়ী সব প্রচার সামগ্রী অপসারণ বাধ্যতামূলক। ইতোমধ্যেই উপজেলার বিভিন্ন স্থানে থাকা পোস্টার ও ফেস্টুন সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসময় তিনি আশা প্রকাশ করেন, অন্য প্রার্থীরাও দায়িত্বশীল আচরণ করে পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে আগামী নির্বাচনকে উৎসবমুখর করতে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ দেন নির্বাচন কমিশন।
সম্পাদক : এ এইচ এম জুবায়ের
অফিস: আলোকিত ফুলবাড়ীয়া, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ, ঢাকা, বাংলাদেশ | মোবাইল: +8801609341706 | ইমেইল: info@alokitofulbaria.com