মোবারক হোসাইন :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচার করে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যার পরে ফুলবাড়ীয়া পৌর ২নং ওয়ার্ড বিএনপির আয়োজনে খালপাড় এলাকার একটি রাইস মিল প্রাঙ্গণে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী। এতে নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা সভাটি জনসভায় পরিনত হয়।
প্রধান অতিথির বক্তব্যে একেএম শমসের আলী বলেন, ফুলবাড়ীয়া পৌর বিএনপিতে একটি মহল ষড়যন্ত্র শুরু হয়েছে। নেতাকর্মীদের সকল প্রকার ষড়যন্ত্র মোকাবিলা করে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
এসময় একেএম শমসের আলী আগামী দিনের যেকোন আন্দোলন সংগ্রাম ও নির্বাচনে তার পাশে চেয়ে বিপুল পরিমাণ মানুষ উপস্থিত হওয়ায় তাদের ধন্যবাদ জানান।
ফুলবাড়ীয়া পৌর বিএনপির সদস্য শফিকুল ইসলাম খোকার সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মাস্টার, সদস্য মনিরুজ্জামান সোহাগ, এডভোকেট আবুল হাসনাত খান বিপুল, শাহ মোহাম্মদ গোলাম মোস্তফা, গোলাম মোস্তফা সুরুজ, সাবেক কাউন্সিলর আবু বকর সিদ্দিক, মোহাম্মদ আব্দুল মান্নান, পৌর বিএনপির সদস্য আলহাজ্ব আব্দুল মালেক, ডাঃ জাহিদ হাসান খসরু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলাল আহমেদ, বিএনপি নেতা আব্দুল মতিন সিকদার, মোহাম্মদ আশরাফুল আলম, এমদাদুল হক, মোহাম্মদ তারা মিয়া, রমজান আলী ও স্বেচ্ছাসেবক দল নেতা আবু তাহের সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আল আমিন।
সম্পাদক : এ এইচ এম জুবায়ের
অফিস: আলোকিত ফুলবাড়ীয়া, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ, ঢাকা, বাংলাদেশ | মোবাইল: +8801609341706 | ইমেইল: info@alokitofulbaria.com